ভারতের কাছে বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার পায়: প্রণয় ভার্মা

সংগৃহীত ছবি

ভারতের কাছে বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার পায়: প্রণয় ভার্মা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সব সময় ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (৩০ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। এ বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন।

প্রণয় ভার্মা বলেন, প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের একটি নীতি রয়েছে।

এ ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়। যেকোনো বিষয়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় বাংলাদেশ।

বাংলাদেশকে ভারতের ‘খুব ভালো বন্ধু’ হিসেবেও অভিহিত করেন ঢাকায় দিল্লির দূত। তিনি বলেন, এ অঞ্চলে সন্ত্রাস দমনে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে।

জবাবে বাংলাদেশ কখনও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি বলে সুস্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সন্ত্রাসের কোনো ধর্ম ও সীমানা নেই।

বাংলাদেশ তার মাটিকে কখনও সন্ত্রাসবাদের উদ্দেশ্যে ব্যবহার করতে দেয় না বলেও জানান সরকারপ্রধান।

দুই প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে সহজতর করতে ব্যাপক অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সিইপিএ) নিয়েও আলোচনা করেন তারা। প্রণয় ভার্মা বলেন, ভারত বাংলাদেশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন তিনি।

এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

news24bd.tv/আলী