ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

সংগৃহীত ছবি

ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

অনলাইন ডেস্ক

ইউক্রেনে গত আটসপ্তাহে অষ্টমবারের মতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় ৪ জনের নিহতের খবর জানিয়েছে কিয়েভ। খবর বিবিসির।

প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনে পশ্চিমাঞ্চল ও দক্ষিণে ওডেশা শহর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

তবে এবারের হামলায় আগের থেকে কম ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

ইউক্রেনের দাবি রাশিয়ার ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে ভূপতিত করা হয়েছে। রাশিয়ার ছোড়া ৭০টির মধ্যে ৬০টি  ক্ষেপণাস্ত্র ভূপতিত করার দাবি কিয়েভের। অন্যদিকে মস্কো বলছে, ১৭টি লক্ষ্যবস্তুর সবগুলোতেই আঘাত হানতে সক্ষম হয়েছে তারা।

এক ভিডিওবার্তায় জেলেনস্কি দাবি করে বলেন, এই হামলায় প্রতিবেশী দেশ মালদোভার বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে।  তিনি আরও বলেন, এটা আবার প্রমাণ করলো রাশিয়া শুধু ইউক্রেনের জন্য নয় বরং পুরো অঞ্চলের জন্যই হুমকি।

news24bd.tv/আজিজ