গুলি ও বোমা ফাটিয়ে ধোবাউড়া আ.লীগ কার্যালয় ভাঙচুর

সংগৃহীত ছবি

বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

গুলি ও বোমা ফাটিয়ে ধোবাউড়া আ.লীগ কার্যালয় ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলি ও বোমা ফাটিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ বিএনপি-জামায়াতের লোকেরা এই ঘটনার সঙ্গে জড়িত।  রাতেই বিএনপির ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান জানান, ‘উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের নাম রয়েছে মামলায়। অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা রয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ’

ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে কার্যালয় বন্ধ করি।

সাড়ে ১২টার দিকে আমাদের এক কর্মী ফোন করে ভাঙচুরের বিষয়টি জানায়। পরে কার্যালয়ে গিয়ে জানা যায়, গুলি করে এবং বোমা ফাটিয়ে আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে। ’

এদিকে এমন ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে দলীয় কার্যালয় সংলগ্ন ধোবাউড়া বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগ। এসময় উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে এমন অভিযোগকে কাল্পনিক আখ্যা দিয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, ‘ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমরা সবাই এলাকা ছাড়া। ইতিমধ্যে অনেকেই ঢাকায় চলেও গেছে। আমাদের পক্ষ থেকে এই হামলার প্রশ্নই ওঠে না। ’