রুয়েটের শিক্ষক-কর্মকর্তাদের কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

রুয়েটের শিক্ষক-কর্মকর্তাদের কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অন্তত ৯ শিক্ষক-কর্মকর্তাকে ডাকযোগে সাদা কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠনের নামে এই চিঠি পাঠানো হয়।

শিক্ষকরা জানান, বুধবার বিকেলে চিঠি খোলার পর খামে তারা সাদা কাফনের কাপড় পান।  তবে খামের ভেতরে সাদা কাফনের কাপড় থাকলেও কিছু লেখা ছিলো না।

যে সকল শিক্ষক-কর্মকর্তা সাদা কাফনের কাপড় পান তারা হলেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. ফারুক হোসেন, সহসভাপতি ড. জগলুল শাদাত, সাধারণ সম্পাদক ড. রবিউল আওয়াল, সহকারী ছাত্রকল্যাণ পরিচালক মামুনুর রশীদ, রুয়েট রেজিস্টার ড. মো. সেলিম হোসেন, নাজিমউদ্দীন আহমেদ, সহকারী প্রকৌশলী রুয়েট হারুন অর রশিদ, সেকশন অফিসার রাইসুল ইসলাম রোজ।

এই চিঠি পাওয়ার পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রুয়েট শিক্ষক সমিতির সহসভাপতি জগলুল সাদাত জানান, বিকেল ৩টার দিকে তারা একটি চিঠি পান। খামের উপরে লেখা ছিলো সচেতন নাগরিক সমাজ, রাজশাহী।

খাম খুলতেই সাদা কাপড় বেরিয়ে আসে। তবে কিছু লেখা ছিলো না। সাদা কাপড় যেহেতু কাফনের হয়, তাই তারা এটাকে হুমকি হিসেবেই দেখছেন। এ ঘটনায় রুয়েটের রেজিস্ট্রার সেলিম হোসেন মতিহার থানায় অভিযোগ করেছেন।

মতিহার থানার ওসি হাফিজুর রহমান জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক