‘জামায়াত কর্মী’ সন্দেহে আওয়ামী লীগ নেতা আটক

সংগৃহীত ছবি

‘জামায়াত কর্মী’ সন্দেহে আওয়ামী লীগ নেতা আটক

অনলাইন ডেস্ক

বিএনপির গণমিছিলের ঠিক আগ মুহূর্তে রাজধানীর পুরানা পল্টন থেকে ‘জামায়াত কর্মী’ সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। এদের একজনের নাম আব্দুল মোতালেব। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং একই উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে বের হলে পুলিশ তাকে আটক করে।

আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই আব্দুল মান্নান ও নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া আটকের ছবি দেখে তাকে চিহ্নিত করেছেন তারই বড় ভাই বেরুবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নেওয়ার জন্য মোতালেব ঢাকায় গিয়েছিলেন। তখন থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন।

তিনি আরও বলেন, পুলিশের অবশ্যই ভুল হয়েছে। অবিলম্বে আমার ভাইকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান গণমাধ্যমকে বলেন, মোতালেবের আটকের বিষয়টি গণমাধ্যমে ছবি দেখে নিশ্চিত হয়েছি। এটা দুঃখজনক। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। আমাদের বর্তমান উপজেলা কমিটির তিনি ১৭ নম্বর সদস্য। আমরা তার মুক্তির দাবি জানাই।

news24bd.tv/কামরুল