ব্রাজিলের ক্লাবে সুয়ারেজ

সংগৃহীত ছবি

ব্রাজিলের ক্লাবে সুয়ারেজ

অনলাইন ডেস্ক

অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে বিদায় নেয়ার পর উরুগুয়েতেই ফিরেছিলেন লুইস সুয়ারেজ। ফিরেছিলেন নিজের আঁতুড় ঘর ন্যাসিওনালে। সেখানে ১৪টি ম্যাচও খেলেছেন সুয়ারেজ। ইউরোপের ক্লাব ফুটবলের ইতি টেনে এবার মেসির বন্ধু খেলতে যাচ্ছেন ব্রাজিলে।

৩৫ বছর বয়সী এই তারকা ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে নাম লেখালেন। কিংবদন্তি এই স্ট্রাইকারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে গ্রেমিও।

গ্রেমিও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে লেখেছে, চলো যাই, লুইসিতো! আমরা একসঙ্গে মহান জিনিস জয় করতে প্রস্তুত!  এছাড়া টুইটারে তারা লেখ, ‘তিনি এখন থেকে তিনি গ্রেমিও-তে। উরুগুয়ের অন্যতম সেরা ফুটবলার লুইস সুয়ারেজ চলে এসেছেন।

এখন থেকে আমাদের জার্সিতে পথচলা শুরু হলো তার। ’

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে গ্রেমিও'র জার্সি নিয়ে ছবি পোস্ট করেছেন সুয়ারেজ। ক্যাপশনে তিনি লিখেছেন, গ্রেমিও এবিপিএ এর সুন্দর চ্যালেঞ্জের জন্য প্রস্তুত, সেখানে থাকার এবং উপভোগ করার জন্য উন্মুখ।

 ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সুয়ারেজের সঙ্গে চুক্তি করেছে গ্রেমিও। ক্লাবটিতে নয় নম্বর জার্সিতে দেখা যাবে তাকে।

news24bd.tv/আলী