পটুয়াখালীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

সংগৃহীত ছবি

পটুয়াখালীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

অনলাইন ডেস্ক

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ২১টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার উপজেলার জাহাজমারা, চর তুফানিয়া, সোনার চর সহ বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ এসব জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

জানা গেছে, বৃহস্পতিবার অবৈধ বেহুন্দি জাল ধরতে যৌথ অভিযানে  নামে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ। এ সময় ২১টি বেহুন্দি জাল জব্দ করে আনা হয় কোস্টগার্ড ক্যাম্পের সামনে। পরে বিকেলে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল জানান, অবৈধ বেহুন্দি জাল দিয়ে নদী এবং সমুদ্রের ছোট ছোট মাছ শিকার করে অসাধু জেলেরা।

এ জালে শুধু ছোট মাছ নয়, জলজ বিভিন্ন প্রাণীও ধ্বংস হয়। এসব অবৈধ জালের ব্যবহার বন্ধের জন্য অভিযান চালানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

news24bd.tv/আজিজ

এই রকম আরও টপিক