নতুন করে ১৫ কোম্পানির বাসে ই-টিকিট চালু

সংগৃহীত ছবি

নতুন করে ১৫ কোম্পানির বাসে ই-টিকিট চালু

অনলাইন ডেস্ক

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে মোহাম্মদপুর-আজিমপুর রুটের ১৫ কোম্পানির ৭১১টি গাড়িতে ই-টিকিটিং ব্যবস্থা চালু হয়েছে। সকাল থেকে এই রুটে চলাচল করা গাড়িগুলোতে ই-টিকিট দিয়ে যাত্রীদের কাছে ভাড়া নিতে দেখা গেছে।  

এ নিয়ে ৪৫ কোম্পানির মোট ৫ হাজার ৬৫০টি গাড়ি ই-টিকিটিংয়ের এর আওতায় এলো। সঠিকভাবে ই-টিকেটিং ব্যবস্থা চালু রাখতে ৪টি টিম কাজ করছে।

ফেব্রুয়ারির মধ্যে রাজধানীতে শতভাগ বাস ই-টিকেটিং এর আওতায় আনার পরিকল্পনা আছে।  

ই-টিকিটিংয়ে যাত্রী হয়রানি কমে যাবে বলে দাবি করছেন পরিবহন মালিক শ্রমিকরা। এতে ভাড়া আদায় সুবিধাজনক বলেও দাবি করেন তারা।   

যে ১৫ কোম্পানির বাসে ই-টিকিটিং চালু হচ্ছে, সেগুলো হলো- মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ, স্বাধীন লাইন পরিবহন, দেওয়ান এন্টারপ্রাইজ লিমিটেড, মালঞ্চ পরিবহন লিমিটেড, তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লিমিটেড, আলিফ এন্টারপ্রাইজ (১) (রুট-এ-১৪১), আলিফ এন্টারপ্রাইজ (২) (রুট-এ-২৯২), অভিনন্দন ট্রান্সপোর্ট লিমিটেড, বিকাশ পরিবহন লিমিটেড, গাবতলী এক্সপ্রেস লিমিটেড, মেঘলা ট্রান্সপোর্ট কোং লিমিটেড, ভিআইপি অটো মোবাইলস লিমিটেড, রমজান আলী এন্টারপ্রাইজ, মিডলাইন পরিবহন লিমিটেড এবং স্বপ্ন পরিবহন লিমিটেড।

এর আগে প্রথম ধাপে মিরপুর কেন্দ্রিক ৩০টি বাস কোম্পানিকে ই-টিকিটিংয়ের আওতায় আনা হয়েছিল।

news24bd.tv/ইস্রাফিল