প্রাণ ফিরে পাচ্ছে বাণিজ্য মেলা, ঠাঁই মিলছে না পাটপণ্যের দোকানে

প্রাণ ফিরে পাচ্ছে বাণিজ্য মেলা, ঠাঁই মিলছে না পাটপণ্যের দোকানে

তাসনোভা অন্তরা

দিন যত গড়াচ্ছে ভিড় বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। অন্যান্য পণ্যের মতো চাহিদা বেড়েছে পাটজাত পণ্যের। মেলার জুট কর্নারে মিলছে দেশের বিভিন্ন স্থানের উদ্যোক্তাদের তৈরি ব্যাগ, জুতাসহ বিচিত্র পাট পণ্য। দেশের বাইরে থেকেও মিলছে ক্রয়াদেশ।

চোখ জুড়ানো দেশিয় পণ্য পেয়ে মুগ্ধ ক্রেতারাও।

বাণিজ্য মেলার ১৭তম দিনে ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। এবারের মেলায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে বাহারি ডিজাইনের নান্দনিক পাটপণ্য। যা দেশিয় বাজারের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও।

পাট দিয়ে তৈরি গৃহসজ্জা থেকে শুরু করে নিত্য ব্যবহারের ব্যাগ, স্যান্ডেল, জুয়েলারি, ফাইল ফোল্ডারসহ আরও অনেক কিছু। একই প্লাটফর্মে দেশিয় তৈরি পণ্য পেয়ে স্টলগুলোয় ভিড় করছেন দর্শনার্থীরা। তারা বলছেন, দামও সন্তোষজনক।

তবে, ডিজাইনে নান্দনিক পরিবর্তন আনতে প্রক্রিয়াজাতকরণে খরচ বাড়ায় ও কাঁচামালের দাম বৃদ্ধির ফলে বিক্রির দাম নিয়ে ভিন্ন সুর বিক্রেতাদের। চাহিদা ও কাঁচামালের দাম অনুযায়ী পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে বলে জানান তারা।

পরিবেশ বান্ধব হওয়ায় দিন দিন পাটপণ্যের চাহিদা বাড়ছে। এই শিল্পকে এগিয়ে নিতে কাপড় দিয়ে তৈরি পণ্যের বিকল্প পাটপণ্যের ব্যবহার বৃদ্ধির আহবান উদ্যোক্তাদের।

news24bd.tv/FA