প্রধান নির্বাচকের ভূমিকায় হারুন রশিদকে ফেরাল পিসিবি

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচকের ভূমিকায় হারুন রশিদকে ফেরাল পিসিবি

অনলাইন ডেস্ক

রমিজ রাজার জায়গায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই মোহাম্মদ ওয়াসিমের পুরনো নির্বাচক কমিটি ভেঙে দেন নাজাম শেঠি। বিদায় করা হয় প্রধান নির্বাচক ওয়াসিমকেও। নাজাম সেই দায়িত্ব তুলে দেন শহীদ আফ্রিফিকে। গত ২৪ ডিসেম্বর আফ্রিদিকে প্রধান করে নিউজিল্যান্ড সিরিজের জন্য তিন সদস্যের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি দেওয়া হয়।

তবে নিজের ফাউন্ডেশন ও চ্যারিটি কর্মকাণ্ডের কারণে আফ্রিদি দীর্ঘকালীন এই দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোয় হারুদ রশিদকে পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক করলো পিসিবি। সংবাদ সম্মেলনে সোমবার এই ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি বলেন, নতুন নির্বাচক কমিটির বাকিদের নাম পরে জানানো হবে। এর আগে দায়িত্বটি পালন করেছেন ৬৯ বছর বয়সী হারুন।

২০১৫ ও ২০১৬ সালে পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন তিনি।

১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ২৩ টেস্ট ও ১২ ওয়ানডে খেলেছেন হারুন। নির্বাচক ছাড়াও পিসিবির ক্রিকেট অপারেশন্সের পরিচালক ও পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি। নতুন দায়িত্ব নিতে পিসিবির ম্যানেজমেন্ট কমিটির সদস্যপদটি ছাড়তে হবে হারুনকে।

পাকিস্তানের পরবর্তী লড়াই আফগানিস্তানের বিপক্ষে। আগামী মার্চে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে দুই দল।

news24bd.tv/সাব্বির