স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী বিমানবন্দরে গ্রেপ্তার

সংগৃহীত ছবি

স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী বিমানবন্দরে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে বিদেশে পালানোর সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রপ্তার করা হয়।

আজ শনিবার দুপুরে নোয়াখালী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত মো. মহিন উদ্দিন ওরফে মহিন (৪৪) উপজেলার পূর্ব অনন্তপুর গ্রামের কাজীবাড়ির গোলাপ রহমান ওরফে চৌধুরী মিয়ার ছেলে।

  

শহীদুল ইসলাম জানান, মহিন স্ত্রী প্রথমা আক্তার পলি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য তিনি বিমানবন্দরে রয়েছেন- এমন খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গত বছরের ২৭ নভেম্বর স্ত্রীকে হত্যার দায়ে মহিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক ছিলেন।

শনিবার দুপুরে মহিনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে আদালত তাকে জেলহাজতে পাঠান।

 news24bd.tv/কামরুল