দেশে ভারী যন্ত্রপাতি উৎপাদনে বিনিয়োগের আহ্বান সালমান এফ রহমানের

ফাইল ছবি

দেশে ভারী যন্ত্রপাতি উৎপাদনে বিনিয়োগের আহ্বান সালমান এফ রহমানের

নিজস্ব প্রতিবেদক

কেবল ভোগ্য পণ্য উৎপাদনে সীমাবদ্ধ না থেকে দেশের উদ্যোক্তাদের ভারী যন্ত্রপাতি উৎপাদনে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ১৭তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।  

এসময় উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে মানসম্মত জ্বালানি সরবরাহের দাবি জানান ব্যবসায়ীরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিটিএমএ'র সভাপতি বলেন, বস্ত্র ও পোশাকখাতে বাংলাদেশ বিশ্বে এখন গুরুত্ব পাচ্ছে।

এ সুযোগ কাজে লাগাতে মানসম্মত জ্বালানি নিশ্চিত করার দাবি জানান তিনি।

আর এফবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রপ্তানি লক্ষ্যপূরণে পোশাকখাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে হবে। এজন্য এ খাতে পণ্য বৈচিত্র্যর পাশাপাশি ম্যান মেইড ফেব্রিকের ব্যবহার বাড়ানোর তাগিদ দেন।

টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের যন্ত্রপাতির প্রদর্শনীতে অংশ নিয়েছে ৩৫টি দেশের প্রায় ১২শ' প্রতিষ্ঠান।

বস্ত্র ও পোশাক খাতের প্রযুক্তি ও যন্ত্রপাতির এ প্রদর্শনী শেষ হবে আগামী শনিবার।