শ্যালিকাকে অপহরণ করে ধর্ষণ দুলাভাইসহ দুইজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

শ্যালিকাকে অপহরণ করে ধর্ষণ দুলাভাইসহ দুইজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে অপহরণ ও ধর্ষণ মামলায়  দুইজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে একজনকে এক লাখ ও আরেকজনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে এ আদেশ দেন ঝিনাইদহ (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান।  

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হলো ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দেওয়ালী কান্দা গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে শাহাদৎ হোসেন (৩২) ও একই গ্রামের মৃত ছিরু মোল্লার ছেলে মুনসুর আলী (২৫)।

তবে রায় ঘোষণার সময় আসামি দুজন পলাতক ছিল। দুই আসামি পলাতক থাকায় আদালতে আত্মসমর্পণ হওয়ার পর থেকেই এ সাজা কার্যকর হবে।  

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৩ মার্চ ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজ পাড়ার পান্নু মুন্সির ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া কন্যাকে প্রথমে কু-প্রস্তাব দিতে থাকে দুলাভাই শাহাদৎ হোসেন। ব্যার্থ হয়ে অবশেষে অপহরণ করে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দেওলী কান্দা গ্রামে নিয়ে যায়।

 

এরপর আপন শ্যালিকাকে শাহাদৎ হোসেন ও মুনসুর আলী ধর্ষণ করে। এ ঘটনায় ওই ওই ছাত্রীর মা হালিমা খাতুন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করে।

news24bd.tv/কামরুল