চুয়াডাঙ্গায় দুই ফার্মেসি মালিককে জরিমানা

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় দুই ফার্মেসি মালিককে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল মজুদের অপরাধে দুই ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা এবং সাত দিন ফার্মেসি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ আদেশ দেন। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার সদর হাসপাতাল সড়কে অভিযান চালায় ভোক্তা অধিকার।

সহকারি পরিচালক সজল আহম্মেদ জানান, বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতাল সড়কের মেসার্স হেলথ এইড মেডিসিন কর্ণার এবং মেসার্স সন্ধানী মেডিকেল হল নামের দুটি ফার্মেসি তদারকি করা হয়।

 

এ সময় তাদের কাছে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এ অপরাধে ফার্মেসি মালিক আলমগীর শরীফ এবং বকুল হোসেনকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে আগামী সাত দিনের জন্য ফার্মেসি বন্ধ ঘোষণা করা হয়।

এই রকম আরও টপিক