ইংল্যান্ডকে বিদায় করে প্রথমবারের মতো ফাইনালে দ. আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা নারী দল (ছবি সংগৃহীত)

ইংল্যান্ডকে বিদায় করে প্রথমবারের মতো ফাইনালে দ. আফ্রিকা

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে খেলা, তাই স্বপ্নটা একটু বড়ই ছিল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। সেই স্বপ্ন পূরণের পথে তারা এক ধাপ এগিয়ে গেলো। ইংল্যান্ডকে হারিয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠে এলো দক্ষিণ আফ্রিকা। শুক্রবার কেপ টাউনে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মেয়েদের ৬ রানে হারান স্বাগতিককরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৮ উইকেটে ১৫৮ রান করে ইংল্যান্ড। ৬৮ রান ও ফিল্ডিংয়ে চারটি ক্যাচ নেয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস। আগামী ২৬ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনালে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।

দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে দুই ওপেনারই করেন ফিফটি। ৫৫ বলে ছয়টি চার ও দুই ছক্কায় ৬৮ রান করেন তাজমিন। ৪৪ বলে ৫২ রান করেন লরা উলভার্ট। মারিজানে কেপ ১৩ বলে ২৭ রানে থাকেন অপরাজিত। বল হাতে ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন সোফি।

জয়ের লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন স্কিভার ব্রান্ট। ড্যানি ওয়াট ৩৪, সোফি ডাঙ্কলি ২৮, অধিনায়ক হিথার নাইট ৩১ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে আওবঙ্গা খাকা চারটি, সাবনিম ইসমাইল তিনটি উইকেট লাভ করেন।

news24bd.tv/ইস্রাফিল