মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবু মুসলিম গ্রেপ্তার 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবু মুসলিম গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবু মুসলিম মোহাম্মদ আলীকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার  করেছে র‌্যাব-৩। রোববার (২৬ ফেব্রুয়ারি) র‌্যা-৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।   প্রায় এক দশক ধরে বিভিন্ন জায়গায় ছদ্মবেশে ছিল আবু মুসলিম।  

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণসহ সাতটি অভিযোগ আনা হয়।

২০১৩ সালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়। এরপর থেকে সে আত্মগোপনে চলে যায়।  

এ সময় লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, মোহাম্মদ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে বিভিন্ন পেশার আড়ালে আত্মগোপনে ছিল দেশের বিভিন্ন জায়গায়।

news24bd.tv/ইস্রাফিল