ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ‘চোর-ছিনতাই’ চক্রের ২৫ সদস্য আটক

সংগৃহীত ছবি

ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ‘চোর-ছিনতাই’ চক্রের ২৫ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার শাহবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ী, আশুলিয়া, কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থেকে পৃথক অভিযানে মোবাইল চুরি-ছিনতাই ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে আটক করেছে র‌্যাব-৩। এদের মূলহোতা মো. রবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ৩৫৫টি চোরাই ও ছিনতাই করা মোবাইলফোন এবং ৫১টি মোবাইলের চার্জার।  
  
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানান, র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

 

আরিফ মহিউদ্দিন জানান, চক্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাই করা মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করে আসছিল। বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা ধরা-ছোঁয়ার বাইরে থাকার উদ্দেশ্যে এসব মোবাইলফোন স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে বলেও র‌্যাব জানায়।  

এলিট বাহিনীটি আরও জানায়, এসব চোরাকারবারি চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।  

news24bd.tv/আইএএম