বাসে ঘুমন্ত যাত্রীদের জিম্মি করে ‘ডাকাতি’ করতো চক্রটি

এসপি হারুন

বাসে ঘুমন্ত যাত্রীদের জিম্মি করে ‘ডাকাতি’ করতো চক্রটি

অনলাইন ডেস্ক

রাজধানী ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে একটি ‘ডাকাত’ চক্রের প্রধান শান্তসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (৪ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির অতিরিক্ত কমিশনার হারুন আর রশীদ।

তিনি জানান, অভিযানে তাদের কাছ থেকে লুণ্ঠিত বেশকিছু মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

এই পুলিশ কর্মকর্তা জানান, গত ১২ ফেব্রুয়ারি খুলনা থেকে ছেড়ে আসে রিশাদ পরিবহনের একটি বাস। রাতে বাসটি গাবতলী পর্বত সিনেমা হলের সামনে পার্কিং করে ঘুমান বাসটির যাত্রী ও শ্রমিকরা। এ সময় ৭-৮ জন লোক গাড়িটিতে উঠে পড়ে। পরিবহনে থাকা লোকজনদের মারধর করে মূল্যবান জিনিস লুট করে ও গাড়ির নিয়ন্ত্রণ নেয় তারা।

পরে বিভিন্ন এলাকা ঘুরে আরও ১৫ জনকে জিম্মি করে লুট করে তারা। সারারাত ডাকাতি শেষে যাত্রীদের হাত-পা বেঁধে সাভার এলাকায় নিয়ে গাড়ি থেকে নেমে তারা পালিয়ে যায়।  

চক্রটি দীর্ঘদিন ধরে বাসে ডাকাতি করে আসছিল বলেও জানান হারুন অর রশীদ।

news24bd.tv/আইএএম