রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

রেললাইনে শিক্ষার্থীদের অগ্নিসংযোগে বন্ধ যায় ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ।

রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাত সাড়ে এগারোটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (১৩ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কুমার। তিনি বলেন, রাত সাড়ে এগারোটায় রেললাইন থেকে শিক্ষার্থীরা সরে গেলে লাইন পরিষ্কার করা হয়।

এরপর রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়েছে ধূমকেতু ট্রেন।

তিনি আরও জানান, এসময়ে রাজশাহীতে পৌঁছেছে খুলনা থেকে আসা মধুমতী ট্রেন। সেইসাথে পার্বতীপুর থেকে ছেড়ে আসা উত্তরা ট্রেনটি রাজশাহী এসে পৌঁছেছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ে চারুকলার সামনে রেললাইনে অগ্নিসংযোগ করে শিক্ষার্থীরা।

এতে বন্ধ যায় ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ। স্থানীয়দের সাথে সংঘর্ষের জেরে রোববার (১২ মার্চ) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা রাজশাহী রেলস্টেশন সংলগ্ন চারুকলা অনুষদের কাছে রেললাইনে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা জানায়, শিক্ষার্থীরা রেললাইনে দুটি পয়েন্টে গাছের গুঁড়ি রেখে তাতে আগুন ধরিয়ে দেয়।

news24bd.tv/FA