জঙ্গি ধরতে মধ্যরাতে বান্দরবানে র‍্যাবের অভিযান

সংগৃহীত ছবি

জঙ্গি ধরতে মধ্যরাতে বান্দরবানে র‍্যাবের অভিযান

অনলাইন প্রতিবেদক

বান্দরবানের টংকাবতী এলাকায় জঙ্গি আটকে অভিযান চালাচ্ছে র‍্যাব। রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার মধ্যরাত পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’- এর ছত্রছায়ায় নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাহাড়ে অবস্থানরত জঙ্গিদের আটকে বান্দরবানের টংকাবতী এলাকায় র‍্যাবের অভিযান চলছে।

রোববার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবানের রুমা উপজেলার কাটাপাহাড় এলাকায় সেনাবাহিনীর টহল দলের ওপর জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ধর্মীয় উগ্রবাদে মদদদাতা সশস্ত্র জঙ্গি গ্রুপ কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণ করে। এতে তিনজন সেনাসদস্য গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসা এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে পাহাড়ে র‍্যাবের অভিযান শুরু হয়।

news24bd.tv/FA