ইফতারে রাখুন তরমুজের শরবত, রইলো রেসিপি 

প্রতীকী ছবি

ইফতারে রাখুন তরমুজের শরবত, রইলো রেসিপি 

অনলাইন ডেস্ক

আসছে রমজান মাস। এই গরমে ইফতারে রাখতে পারেন তরমুজের শরবত। তরমুজ অনেকেরই পছন্দের একটি ফল। এখন বাজারে উটতে শুরু করছে প্রচুর তরমুজ।

তরমুজের জুস বা শরবত বানানো কিন্তু খুবই সহজ। পানীয় ফল হিসেবে তরমুজ কিন্তু স্বাস্থ্যের পক্ষেও উপকারি।

কিভাবে বানাবেন এই তরমুজের শরবত দেখে নিন নিম্নে-

উপকরণ

১. তরমুজ – ১টি ( ২ বাটি পরিমান কেটে নিন ৫০০ গ্রাম এর মত  )
২. চিনি – ২ কাপ ( পরিমানমত / স্বাদ মত)
৩. লেবুর রস – ৪-৫ চামচ
৪. গুঁড়া দুধ – ২ চামচ
৫. বরফকুচি- পরিমানমত
৬. বিট লবণ – ১ চা চামচ

প্রস্তুত প্রণালী

প্রথমে তরমুজ কেটে বীচি ফেলে দিন। এবার তরমুজগুলো পিছ পিছ করে কেটে নিন।

এরপর ব্লেন্ডারে তরমুজ দিয়ে দিন। এরসাথে চিনি, দুধ এবং লেবুর রস দিয়ে দিন। এবার ভালো করে ব্লেন্ডার করে নিন। ব্যাস, হয়ে গেলু তরমুজের শরবত। এবার তরমুজের শরবত এর সাথে বরফকুচি দিয়ে পরিবেশন করুন ।  

news24bd.tv/রিমু 
 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর