অতিরিক্ত ব্যয় মেটাতে ঋণের ভারে ৮৫ ভাগ মানুষ

প্রতীকী ছবি

বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতি

অতিরিক্ত ব্যয় মেটাতে ঋণের ভারে ৮৫ ভাগ মানুষ

গত ছয় মাসে মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। মূল্যস্ফীতির কারণে মাছ মাংসের মতো আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কমিয়েছে দেশের বেশির ভাগ নিম্ন আয়ের মানুষ। কমেছে ভাত, ডাল, গম তেলসহ বেশির ভাগ খাবার গ্রহণও।

বেসরকারি গবেষণা সংস্থা সানেমের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

দেশের ৮ বিভাগের শহর ও গ্রামের ১৬শ পরিবার এ জরিপে অংশ নেয়।

বুধবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে জরিপের প্রতিবেদন তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। প্রতিবেদনে বলা হয়, বাড়তি ব্যয় মেটাতে প্রায় ৮৫ ভাগ মানুষের ঋণের ওপর নির্ভরতা বেড়েছে। স্বাস্থ্য ও শিক্ষায় ব্যয় কমিয়েছে অনেকে।

এক প্রশ্নের জবাবে সেলিম রায়হান বলেন, শুধুমাত্র বৈশ্বিক কারণে নয়, পণ্য মূল্যের দাম বৃদ্ধির পেছনে অভ্যন্তরীণ আর্থিক ও বাজার অব্যবস্থাপনাও দায়ী।

সেলিম রায়হান বলেন, 'উচ্চ মূল্যস্ফীতির জন্য শুধু গ্লোবাল সমস্যাই দায়ী নয়। অভ্যন্তরীণ অর্থনৈতিক অব্যবস্থাপনাও দায়ী। আমাদের দেশের বাজার ব্যবস্থাপনায় ইমপারফেকশন রয়েছে। '

তিনি বলেন, 'আমরা গত কয়েক মাসে ব্যবসায়ীদের দৌরাত্ম্য দেখেছি। প্রভাবশালী এই ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হতে হবে। ব্যবসায়ী সংগঠনদের সাথে নিয়েই বাজার নিয়ন্ত্রণ করতে হবে'

সানেমের রিসার্চ ডিরেক্টর ড. সায়মা হক বলেন, 'ঋণ নেওয়াকে অনেকে উদ্ধার পাওয়ার প্রক্রিয়া হিসেবে নিয়েছেন। তবে এসব ঋণে সুদের হার অনেক বেশি। তাতে সুদের দুষ্টচক্রের মধ্যে পড়তে পারে এসব মানুষ। '

news24bd.tv/FA

এই রকম আরও টপিক