মেয়র পদে জাহাঙ্গীরের ফেরার বিষয়ে রায় পিছিয়ে ৪ এপ্রিল

সংগৃহীত ছবি

মেয়র পদে জাহাঙ্গীরের ফেরার বিষয়ে রায় পিছিয়ে ৪ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের মেয়র পদে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ফিরতে পারবেন কিনা সে বিষয়ে হাইকোর্টে রায় পিছিয়ে ৪ এপ্রিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ রায়ের দিন ধার্য ছিলো।

এর আগে মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন।

আজ বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, অ্যাডভোকেট এম কে রহমান, ব্যারিস্টার বেলায়েত হোসেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

২০১৮ সালে গাজীপুর সিটি করপোরশেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিপুল ভোটে মেয়র পদে জয়ী হন জাহাঙ্গীর আলম। তবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহিদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এরপর জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

তবে জাহাঙ্গীর আলমকে পরবর্তীতে দলে ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগ।

news24bd.tv/FA