যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৮ অভিবাসীর মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

 যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৮ অভিবাসীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে একটি জলাভূমি থেকে গতকাল শুক্রবার শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। উল্টে যাওয়া একটি নৌকার কাছ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশপ্রধান শন ডুলুড এক সংবাদ সম্মেলনে বলেছেন, পানি থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নৌকায় থাকা ছয়জন দুই পরিবারের। একজন রোমানীয় বংশোদ্ভূত। তাঁর কানাডার পাসপোর্ট রয়েছে। আরেকজন ভারতীয় নারী।
গত বৃহস্পতিবার রাতের দিকে তাঁদের উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে। তার বয়স তিন বছরের নিচে।

কানাডা সরকার বলছে, তাঁরা সবাই কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। মোহাক ক্ষুদ্র জাতিগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলটি কানাডার কুইবেক, ওন্টারিও প্রদেশ ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে বিস্তৃত। নৌকাটি আকারে খুবই ছোট ছিল। বৃষ্টি, ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।  অর্থের প্রলোভনে পড়ে অথবা অপরাধী সংগঠনগুলো প্রভাবিত করায় এভাবে অভিবাসীরা সীমান্ত পার হন।

news24bd/ARH

এই রকম আরও টপিক