নকল কসমেটিকস পণ্যে বাজার ছেয়ে গেছে: ভোক্তা অধিদপ্তর

সংগৃহীত ছবি

নকল কসমেটিকস পণ্যে বাজার ছেয়ে গেছে: ভোক্তা অধিদপ্তর

হোসাইন শাহাদাত

ঈদকে সামনে রেখে নকল কসমেটিকস পণ্যে বাজার ছেয়ে গেছে। তাই আগামী রোববার থেকে নকল কসমেটিকস পণ্যের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে ভোক্তা অধিদপ্তরের কসমেটিকস পণ্য আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ভেজাল করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

এসময় আমদানিকারকরা বলেন, নকল পণ্য তৈরির পাশাপাশি ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধপথে কসমেটিকস পণ্য আসছে বিদেশ থেকে। এতে প্রকৃত আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসময় যারা ভেজাল পণ্য বিক্রি করছে তাদের জরিমানার পাশাপাশি ব্যবসা বন্ধের মতো কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে এফবিসিআই ও মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।

news24bd.tv/রিমু