বঙ্গবাজারের ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে এলো ভোক্তা অধিদপ্তর

সংগৃহীত ছবি

বঙ্গবাজারের ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে এলো ভোক্তা অধিদপ্তর

অনলাইন ডেস্ক

বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৮ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা।

একইসাথে অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদান ও অধিদপ্তরের এবারের রমজানের ইফতার আয়োজন বাতিল করে সেই অর্থ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি এ সংস্থাটি।

ভোক্তা অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অভিপ্রায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন, অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদান ও অধিদপ্তর কর্তৃক ইফতার আয়োজন বাতিল করে সেই অর্থ সহায়তা হিসেবে দেওয়া হবে।

আগামীকাল রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির কাছে সহায়তার এসব অর্থ হস্তান্তর করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা, পরিচালক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি, এফবিসিসিআই এর প্রতিনিধি এবং বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত থাকবেন।

গত ৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়।

এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। পরে ৫০টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

news24bd.tv/FA