মুরগির দাম বাড়ার বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

ফাইল ছবি

মুরগির দাম বাড়ার বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

ফেরদোস আরেফিন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজারে চিনির দাম সম্প্রতি বেড়েছে যদিও সেই চিনি দেশে এখন আসেনি কিন্তু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। রমজান মাসে চিনির দাম বেড়েছে, ঈদে চিনির চাহিদাও বাড়ে তাই দামও কিছুটা বেড়েছে। আজ রোববার বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

মুরগির দাম বেশি কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এটা তার মন্ত্রণালয়ের অধীন না তারপরেও তিনি মাঝে মাঝে ধমক দেন যাতে কিছুটা কাজে লাগে।

 

মন্ত্রী বলেন, মুরগির দাম বাড়ার কারণ জানার আগে উৎপাদন খরচ কত তা খতিয়ে দেখা দরকার। উৎপাদন খরচ কম হলে দাম বাড়ার কোন কারণ নেই। এটি সংশ্লিষ্টদের দেখা দরকার৷

মন্ত্রী জানান, ভোক্তা অধিকারকে নজরদারি বাড়ানোর জন্য তিনি বলবেন।

এর আগে জুট প্রেডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল গঠনের ঘোষণা দেন মন্ত্রী।

 গুণগত মানের পাটজাত পন্য নিয়ে বিশ্ব বাজারে বাংলাদেশের পাট পণ্য রপ্তানির আহ্বান জানান মন্ত্রী। বলেন, সরকার পাট পণ্যের উন্নয়নে আরও সহযোগিতা বাড়িয়ে দিবে।

news24bd.tv/রিমু