ঈদের দিন ঝড় বৃষ্টির আশঙ্কা

প্রতীকী ছবি

ঈদের দিন ঝড় বৃষ্টির আশঙ্কা

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের দিন পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের পর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাবে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।  

আগামীকাল বুধবার বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রামে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ২০ এপ্রিল প্রায় সব জায়গাতেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তার কথা বলা হয়েছে। শুক্রবার একুশে এপ্রিল বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝারগ্রাম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা কমবে।

নিবার ঈদের দিন বজ্রসহ বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে আরো দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।  

news24bd.tv/আলী