বন্য হাতির আক্রমণে কিশোরের মৃত্যু
বন্য হাতির আক্রমণে কিশোরের মৃত্যু

ফাইল ছবি

বন্য হাতির আক্রমণে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে সুমন মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

সুমন মিয়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে মো. আব্দুল মন্নাছের ছেলে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় সাত-আট মাস ধরে ভারতীয় বন্য হাতির দল সীমান্ত পেরিয়ে এসে ফসলি জমি ও ঘরবাড়িতে আক্রমণ করে আসছে।

আজও এই আক্রমণের ঘটনা ঘটলে স্থানীয়রা দল বেঁধে হাতির দলকে ধাওয়া দেয়। এ সময় অসাবধানতাবশত ওই হাতির পায়ে পিষ্ট হয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যাওয়া সুমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

news24bd.tv/কেআই