স্বস্তির ঈদযাত্রায় কিছুটা ছন্দপতন

ট্রেনের ভেতরে দাঁড়ানোর জায়গা না পেয়ে শেষ পর্যন্ত ট্রেনের ছাদে উঠে যায় ঘরমুখো মানুষ।

শেষ মুহূর্তের বাড়তি চাপে বিশৃঙ্খলা

স্বস্তির ঈদযাত্রায় কিছুটা ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক

ঈদযাত্রায় গত কয়েকদিন মানুষের স্বস্তি থাকলেও শেষ মুহূর্তের বাড়তি চাপে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। মানুষের চাপে ভেঙে পড়েছে স্টেশনের কঠোর ব্যবস্থাপনা।

সব বাধা উপেক্ষা করে ট্রেনের ভেতরে দাঁড়ানোর জায়গা না পেয়ে শেষ পর্যন্ত ট্রেনের ছাদে উঠে যায় ঘরমুখো মানুষ। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে ছিল সবচেয়ে বেশি চাপ।

জীবনের ঝুঁকি নিয়ে বেছে নেয় অনিরাপদ যাত্রা।

রাজধানীর কমলাপুর স্টেশন থেকে প্রতিটি ট্রেন যাত্রী বোঝাই করে গন্তব্য রওনা হয়েছে। নীলসাগর, মহানগর প্রভাতীসহ বেশ কিছু ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে ছাড়তে দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, ট্রেন প্ল্যাটফর্মে আসার সঙ্গে সঙ্গেই যাত্রীতে পরিপূর্ণ। ভেতরে জায়গা না পেয়ে যাত্রীদের অনেকে উঠে পড়েন ট্রেনের ছাদে।

এদিকে, যাত্রীদের বাড়তি চাপ বাস টার্মিনালগুলোতেও। শেষ মুহূর্তে বাসের টিকিট না পেয়ে অনেকেই বাড়তি ভাড়া দিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসে উঠছেন। বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে ভিড়। সড়কে যানবাহনের চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজটের। দক্ষিণবঙ্গগামী মহাসড়কগুলোতেও চাপ বেড়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক