উল্টোপথে গাড়ি চালাতে বাধা দেওয়ায় ‘কনস্টেবলকে পেটালেন’ যুবলীগ নেতা

সংগৃহীত ছবি

উল্টোপথে গাড়ি চালাতে বাধা দেওয়ায় ‘কনস্টেবলকে পেটালেন’ যুবলীগ নেতা

অনলাইন ডেস্ক

বগুড়ার মোকামতলায় মহাসড়কে উল্টো দিকে গাড়ি চালানোয় বাধা দেওয়ায় মো. তৌহিদ নামে এক হাইওয়ে পুলিশ কনস্টেবলকে পেটানোর অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। রেববার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।  

অভিযুক্তের নাম মাহমুদ হাসান আপেল। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা।

আপেল মোকামতলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।  

পুলিশ জানায়, এর আগে স্থানীয় এক সাংবাদিককে মারপিটের অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া ব্যাংকের চেক জালিয়াতির একটি মামলায় ২০২২ সালের অক্টোবরে তাকে কারাগারে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘যুবলীগ নেতা আপেল কনস্টেবল তৌহিদকে মারেনি।

তবে তার ইউনিফর্মের কলার ধরে টানাটানি ও ধাক্কাধাক্কি করে। এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা আপেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ’

নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, যুবলীগ নেতা মাহমুদ হাসান আপেল দুপুর ১টার দিকে সোনাতলার দিক থেকে হায়েস মাইক্রোবাস নিয়ে মোকামতলা বন্দরে এসে মহাসড়কে ওঠার পর উল্টো দিকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় সেখানে হাইওয়ে পুলিশের কনস্টেবল তৌহিদ তাকে গাড়ি থামানোর সংকেত দেন। যুবলীগ নেতা আপেল তার মাইক্রোবাস থেকে বের হয়ে এসে পুলিশ কনস্টেবল তৌহিদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি পুলিশ কনস্টেবল তৌহিদকে ধাক্কা দেন এবং তার ইউনিফর্মের কলার চেপে ধরে কিল-ঘুষি মারতে শুরু করেন। এ সময় স্থানীয় জনগণ সেখানে ছুটে গিয়ে কনস্টেবল তৌহিদকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। পরে অবস্থা বেগতিক দেখে যুবলীগ নেতা আপেল সটকে পড়েন। এরপর পুলিশ তার মাইক্রোবাসটি জব্দ করে স্থানীয় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে রাখে।  

এ বিষয়ে মোকামতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব হাসান মণ্ডল বলেন, ‘আপেল হাইওয়ে পুলিশের এক কনস্টেবলের কলার ধরে তার সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয়েছিল বলে শুনেছি। ’ 

পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা মাহমুদ হাসান আপেলের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ওই ঘটনায় মামলা হবে। ’

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক