ঈদযাত্রায় সড়কে ঝরলো ৩২৮ প্রাণ, অর্ধেকের বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সংগৃহীত ছবি

ঈদযাত্রায় সড়কে ঝরলো ৩২৮ প্রাণ, অর্ধেকের বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক

এ বছর ঈদযাত্রায় মহাসড়কে দুর্ঘটনা হয়েছে ৩০৪টি।  এতে নিহত হয়েছেন ৩২৮ জন, আহত হয়েছেন ৫৬৫ জন। সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে ৩৪১টি দুর্ঘটনায় ৩৫৫ জন নিহত ও ৬২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) রাজধানীর সেগুনবাগিচায় শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

 

মোজাম্মেল হক চৌধুরী জানান, গত বছরের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনা কমেছে ১৮.২ শতাংশ, প্রাণহানী কমেছে ২১.১ শতাংশ ও আহতের সংখ্যা কমেছে ৩৩ শতাংশ। এ বছর দুর্ঘটনার হার বেশি মোটরসাইকেলে।  

তিনি জানান, এবারের ঈদে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন।  

এছাড়া রেলপথে ১৭টি দুর্ঘটনায় ২২ জন, নৌপথে ১০টি দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।

 

যাত্রীকল্যাণ সমিতির মতে, সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করায় দুর্ঘটনা কমেছে সত্য, কিন্তু সড়কে ব্যবহার উপযোগী পরিবহন না থাকার কারণে অধিক দুর্ঘটনা ঘটেছে।

এছাড়া গেল কয়েক বছরের তুলনায় এ বছর ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। তবে সড়কে অস্বাভাবিক হারে মোটরসাইকেল বাড়ার কারণে এবং  শৃঙ্খলার অভাবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণহানি হচ্ছে। তাই যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে দুর্ঘটনা রোধে সুপারিশ তুলে ধরা হয়।

news24bd.tv/আইএএম