ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ হওয়া উচিত: তথ্যমন্ত্রী 

সংগৃহীত ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ হওয়া উচিত: তথ্যমন্ত্রী 

অনলাইন ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সকলের সুরক্ষার জন্য, তবে এর অপপ্রয়োগ বন্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, আগের তুলনায় অপপ্রয়োগ কমেছে, তবে ‍শূন্যের কোটায় আনতে হবে।

আজ বুধবার (৩ মে) জাতীয় প্রেস ক্লাব আয়োজিত মানবধিকার সংরক্ষণ ও গণতন্ত্র সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতার সমন্বয় না থাকাতেই গণমাধ্যমের ভিত শক্ত হয়নি।

সাংবাদিকদের কর্মক্ষেত্রে কাজের পরিবেশ, পুঁজির দৌরাত্ম দেশে একটি বড় সমস্যা।

পুঁজির দৌরাত্মের কারণেই মালিকপক্ষ সংবাদকর্মীদের উপর খড়গ চাপাতে পারেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এসময় সাংবাদিক নেতারা ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনের দাবি জানান।

news24bd.tv/SHS