এক আর্জেন্টাইনের গোলে ৯৯ মিনিটে হার ইউনাইটেডের

সংগৃহীত ছবি

এক আর্জেন্টাইনের গোলে ৯৯ মিনিটে হার ইউনাইটেডের

অনলাইন ডেস্ক

শেষের দিকে ইংলিশ প্রিমিয়ার লিগ। এ সময় প্রত্যেকটি ম্যাচই প্রতিটি দলের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই গুরুত্বপূর্ণ সময়েই হেরে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড। সেটাও ৯৯ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে।

এ হারে সেরা চারে থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা কিছুটা হলেও ঝুঁকিতে পড়ে গেল।

এরিক টেন হাগের কপালে চিন্তার এই ভাঁজ ফেলে দিয়েছেন আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপ মাতানো মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিসস্টার। তার গোলেই ১-০ গোলের জয় পায় টেবিলের ছয় নম্বরে থাকা দল ব্রাইটন।

ফালমার স্টেডিয়ামে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়েও গোলশূন্য ছিল দুই দল।

তবে শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে পেনাল্টি পায় ব্রাইটন। নিজেদের ডি-বক্সে লুক শ’র হাতে বল লাগায় পেনাল্টি পায় ব্রাইটন। স্পট কিকে কোনো ভুল করেননি অ্যালিস্টার। তার নিঁখুত শট খুঁজে নেয় জালের ঠিকানা।

৩৩ ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্ট এখন ৬৩। এক ম্যাচ বেশি খেলে লিভারপুলের পয়েন্ট ৫৯। যারা আগের ম্যাচে ফুলহামকে হারিয়ে আছে পয়েন্ট টেবিলের পাঁচে। এমনকি ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সেরা চারে থাকার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল ব্রাইটনও। তাই পরের ম্যাচগুলোতে জয়ের ধারায় ফিরতে না পারলে বিপদে পড়ার সম্ভাবনা আছে ইউনাইটেডের।

news24bd.tv/SHS