সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হল: মমতা

সংগৃহীত ছবি

সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হল: মমতা

অনলাইন ডেস্ক

বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শোকবার্তার তথ্য জানানো হয়।

শোকবার্তায় মমতা বলেন, ‘বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন।

বয়স হয়েছিল ৭৯ বছর। সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সমরেশ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ’

উল্লেখ্য, আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় কলকাতার বেসরকারি হাসপাতাল অ্যাপোলোয় মারা যান সমরেশ মজুমদার।

পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য অকাদেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।