ডুবছে দুই বন্ধু, বাঁচাতে তিন বন্ধুর ঝাঁপ, পরে পাঁচজনেরই মৃত্যু

সংগৃহীত ছবি

ডুবছে দুই বন্ধু, বাঁচাতে তিন বন্ধুর ঝাঁপ, পরে পাঁচজনেরই মৃত্যু

অনলাইন ডেস্ক

মর্মান্তিক ঘটনা ঘটে গেল ভারতের গুজরাটে। হ্রদের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ কিশোর প্রাণ হারিয়েছে।  

শুরুতে হ্রদের পানিতে নেমেছিল দুই বন্ধু। এ সময় তিন বন্ধু দাঁড়িয়ে ছিল পাড়ে।

বন্ধুরা ডুবে যাচ্ছে দেখে তাঁদের বাঁচাতে হ্রদে ঝাঁপ দেয় তিন কিশোর। যদিও বন্ধুদের বাঁচাতে পারেনি, উলটে তারাও তলিয়ে যায়। পরে ডুবুরি নামিয়ে পাঁচ কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর এনডিটিভি।  

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে স্থানীয় কৃষ্ণসাগর হ্রদে গোসল করতে গিয়েছিল পাঁচ বন্ধু। প্রথম পানিতে নামে দুই কিশোর। সাঁতার কাটতে কাটতে তারা পাড় থেকে অনেকটা দূরে চলে যায়। ফেরার সময় কিছুটা সাঁতার কেটেই দম হারিয়ে ফেলে। এরপর হাবুডুবে খেতে শুরু করে। বন্ধুদের বিপদ দেখে বাকি তিন কিশোর পানিতে ঝাঁপিয়ে পড়ে তাদের বাঁচানোর চেষ্টা করে। যদিও তারাও ডুবে যায়। পাড়ের কাছাকাছি থাকা এক ব্যক্তির নজরে পড়ে বিষয়টি। তিনিই লোক ডাকাডাকি করেন।

খবর পেয়ে বিকেল সাড়ে চারটারদিকে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে ডুবুরি নামিয়ে পাঁচ কিশোরের দেহ উদ্ধার করা হয়েছে। মৃত কিশোরদের বয়স ১৬-১৭ বছর।
news24bd.tv/আলী