যে নায়িকার সঙ্গে সিনেমা শুরু ফারুকের

ফাইল ছবি

যে নায়িকার সঙ্গে সিনেমা শুরু ফারুকের

অনলাইন ডেস্ক

গ্রামবাংলার নায়ক বলতে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন জনপ্রিয় নায়ক আকবর হোসেন পাঠান ফারুক। বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত চিত্রনায়ক ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় মারা গেছেন।

১৯৭১ সালে নায়ক ফারুক ‘জলছবি’ নামে সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন। সিনেমাটির পরিচালনায় ছিলেন এইচ আকবর।

সেই সিনেমায় ফারুকের বিপরীতে স্ক্রিনশেয়ার করেন কবরী। আর প্রথম সিনেমাতেই বাজিমাত। পেছনে ফিরে তাকাতে হয়নি ফারুককে। সিনেপ্রেমীদের হৃদয়ে স্থান করে নেয় ফারুক-কবরী জুটি।
 

পরবর্তীতে কবরীর সঙ্গে জুটি বেঁধে ফারুক বেশ কয়েকটি সিনেমা করেন। আর সেসব সিনেমার অধিকাংশই জনপ্রিয়তা পায়। এদের মধ্যে অন্যতাম সুজন সখী, যে সিনেমা এখনও আবেদন তোলে সিনেপ্রেমীর হৃদয়ে।

অভিনয়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে নায়ক উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। নায়ক ফারুকের উল্লেখযোগ্য সুপারহিট সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘লাঠিয়াল’, ‘সূর্যগ্রহণ’, ‘মাটির মায়া’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নাগরদোলা’, ‘দিন যায় কথা থাকে’, ‘কথা দিলাম’, ‘মাটির পুতুল’, ‘সাহেব’, ‘ছোট মা’, ‘এতিম’, ‘ঘরজামাই’, ‘পালকি’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘জীবন সংসার’,‘মিয়া ভাই’র মতো অসংখ্য সিনেমা। সবশেষ ২০০৮ সালে ‘ঘরের লক্ষ্মী’ সিনেমায় অভিনয় করেন ফারুক।

news24bd.tv/রিমু