রায়ের বাজারে শেখ রাসেল পরিষদের ১ একর জায়গা উদ্ধার

রায়ের বাজারে শেখ রাসেল পরিষদের ১ একর জায়গা উদ্ধার

রাজধানীর রায়ের বাজারে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ১ একর জায়গা ১১ বছর পর দখলমুক্ত হলো। সোমবার ১৫ মে) দুপুরে ঢাকা জেলা প্রশাসন উদ্ধারকৃত জায়গা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেয়।

ঢাকা জেলা প্রশাসক মমিনুর রহমান জানান, ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজারীবাগ থানার রাজমুশিরী মৌচায় ১ একর খাস জমি শেখ রাসেল শিশু-কিশোর পরিষদকে স্থায়ী বন্দোবস্ত করেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে বেদখল অবস্থায় পড়েছিল।

এদিকে নিজেদের দখলে পেয়ে চারিদিকে প্রাচীন দেয়ার কাজ শুরু করেছে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ। সংগঠনটির মহাসচিব বলেন, দখলমুক্ত জায়গায় শিশুদের জন্য ক্রিকেট, ফুটবল, ক্যারামসহ বিভিন্ন খেলাধুলার পরিবেশ তৈরি করা হবে। যা শিশুদের মেধা ও মনমানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক