ভালুকায় হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

ভালুকায় হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ২০০৯ সালে ব্যবসায়ী সিরাজুল হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শাহাদত হোসেন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জোসনা বেগ এবং শহীদুল ইসলাম। এদের মধ্যে শহীদুল পলাতক রয়েছে।

কোর্ট ইন্সপেক্টর ঝুটন চন্দ্র বর্মণ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের সিরারুল ইসলাম ২০০৭ সালে জোসনা বেগমকে বিয়ে করেন। এরপর জোসনা পার্শ্ববর্তী এলাকার শহীদুলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেলে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং এ নিয়ে বাকবিতণ্ডা চলছিল। এক পর্যায়ে ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি বাড়ির পাশে কাঁঠাল গাছে সিরাজুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিরাজুলের ছেলে বাদি হয়ে জোসনা বেগম ও শহীদুল ইসলামকে আসামি উল্লেখ করে ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি ভালুকা থানায় মামলা দায়ের করেন।

পরে তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে মামলার রায় ঘোষণা করা হয়। আদালতে সরকারি পক্ষে আইনজীবী শেখ আবুল হাসেম মামলাটি পরিচালনা করেছেন। রায় ঘোষণা হলে বাদিপক্ষ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক