ইতালিতে ভয়াবহ বন্যায় নিহত অন্তত ৮, ঘরছাড়া হাজারও মানুষ

ইতালিতে ভয়াবহ বন্যায় নিহত অন্তত ৮, ঘরছাড়া হাজারও মানুষ

অনলাইন ডেস্ক

ইতালিতে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় এমিলিয়া-রোমাগনা অঞ্চলে প্রবল বৃষ্টিতে এ বন্যার সৃষ্টি হয়। বন্যার কারণে সেখানে ঘরবাড়ি ছেড়েছে হাজারের বেশি মানুষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বন্যার ঘটনায় সেখানে নিখোঁজ রয়েছে অনেকে।

বন্যায় ক্ষতিগ্রস্ত অনেককে বিভিন্ন বাড়ির ছাদ থেকে হেলিকপ্টারে যোগে উদ্ধার করা হয়েছে। ওই অঞ্চলের ২৩টি এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।

সংবাদমাধ্যমে রাভেনা অঞ্চলের মেয়র মিশেল ডি পাসকেলে জানান, রোমানগনার ইতিহাসে এটি সবচেয়ে খারাপ রাত ছিল। পরিচিত শহরটি এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে এখন আর চেনা যাচ্ছে না।

রোমাগনার কাছাকাছি শহর ফোরলির মেয়র গণমাধ্যমে জানান, শহরটি বিধ্বস্ত হয়ে গেছে। সেসেনা শহরের বাসিন্দারা বন্যার পানি থেকে বাঁচতে তাদের বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। তারা সেখানে উদ্ধারকারী হেলিকপ্টার বা নৌকার জন্য প্রহর গুনছেন। ওই অঞ্চলের বাসিন্দারা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। এছাড়াও লোকজন এমিলিয়া-রোমাগনার আশেপাশের স্কুল ও জিমে আশ্রয় নিয়েছেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক