শেখ রেহানা লন্ডনে সামান্য লাইব্রেরিয়ানের চাকরি করেন: তথ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

শেখ রেহানা লন্ডনে সামান্য লাইব্রেরিয়ানের চাকরি করেন: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

শেখ পরিবার জনকল্যাণে কাজ করে যাচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ পরিবারের সদস্যরা বিকল্প পাওয়ার সেন্টার গড়ে তোলেনি। ব্যবসা-বাণিজ্য করে না। শেখ রেহানা এখনো লন্ডনে সামান্য লাইব্রেরিয়ানের চাকরি করেন। যাতায়াত করেন ট্রামে-ট্রেনে।

শনিবার (২০ মে) রাজধানীর রমনায় ওলামালীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।  

হাছান মাহমুদ বলেন, সরকার দেশের মানুষের চাহিদা মেটাতে শতভাগ সফল এমন দাবি করে না আওয়ামী লীগ। তবুও বিশ্ব সংকটে দেশের মানুষ মনে করে শেখ হাসিনার নেতৃত্বে থাকলে বাংলাদেশ পথ হারাবে না।  

বিএনপিকে নির্বাচনের মাঠে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাই করতে হলে নির্বাচনে মাঠে আসতে হবে বিএনপিকে।

আওয়ামী লীগের এই নেতা প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বলেন, ‘শেখ হাসিনা বিদেশে গেছেন, দেশের জন্য কাজ করতে, কোনো দরবার করতে নয়। ’ 

তিনি বলেন, ‘১০ বছর ধরে বিএনপির ঝড়ের কথা শোনা যাচ্ছে। ১৪ বছর কেটে গেলেও তাদের সময় হবে না। ’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আছে সরকার পতনের আন্দোলনে, আর আওয়ামী লীগ আছে জনগণের জানমাল রক্ষার আন্দোলনে। ’

news24bd.tv/আইএএম