উত্তরায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

সংগৃহীত ছবি

উত্তরায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা আজমপুরের হোসেন মার্কেট এলাকায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মই থেকে পড়ে হৃদয় সুত্রধর (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। হৃদয় একটি প্রাইভেট কোম্পানিতে বিলবোর্ড লাগানোর কাজ করতেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাওয়ালি বাজার মহেরা গ্রামের রামকৃষ্ণর ছেলে।

তিনি বাড্ডা এলাকায় থাকতেন। তার পরিবার গ্রামের বাড়ি থাকে।

হৃদয়ের সঙ্গে একই কোম্পানিতে কর্মরত পাপন ও পবিত্র বণিক জানান, হৃদয়সহ কয়েক জন উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর হোসেন মার্কেট এলাকায় একটি বিলবোর্ড লাগাতে যান। সেখানে হৃদয়সহ দুইজন বড় একটি মই লাগানোর সময় মইটি পাশে বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়।

সে সময়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাদেরকে উত্তরা বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় হৃদয় সুত্রধরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

news24bd.tv/SHS