বৃষ্টি থেকে বাঁচতে স্কুলে আশ্রয় নিয়ে প্রাণ গেল ৭ জনের

সংগৃহীত ছবি

বৃষ্টি থেকে বাঁচতে স্কুলে আশ্রয় নিয়ে প্রাণ গেল ৭ জনের

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে স্কুলের ভবন ধসে ৪ শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছে। বৃষ্টি থেকে বাঁচতে ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন হতাহতরা। খবর আরব নিউজের।

 

গতকাল সোমবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ ফিচিটে ঝড়টি আঘাত হানে। দেশটির নিম্ন উত্তর প্রদেশের স্যাম এনগাম জেলার কিছু অংশেও প্রবল বৃষ্টিসহ ঝড়টি স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০ এর দিকে আঘাত হানে।

বান নোয়েন পো নামের স্কুলটির ভলিবল কোর্ট, ফুটসাল কোর্ট এবং অন্যান্য ক্রীড়া সুবিধার ওপর ধাতব ছাদসহ অন্যান্য জিনিস ঝড়ের সময় ভেঙ্গে পড়ে। ছাদের নিচে চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

 

প্রাথমিকভাবে ঘটনাস্থলেই ছয় শিক্ষার্থী নিহত হয় এবং ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরদিন ৬ বছর বয়সী এক শিশুও মারা যায়। ঝড় কমে গেলে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান তদারকি করতে স্কুলে ছুটে যায়। ঝড়ে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনও জানা যায়নি।  

news24bd/ARH