সেরা ক্রিকেটারদের নিয়েই আফগানদের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

সংগৃহীত ছবি

সেরা ক্রিকেটারদের নিয়েই আফগানদের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশে আসছে আফগানিস্তান। তবে দুই দফায় হবে এই সিরিজ। একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে ১৪ জুন। এরপর ওয়ানডে ও টি২০ সিরিজ হবে জুলাইয়ে।

সংক্ষিপ্ত ওভারের সিরিজ শুরু হতে দেরি আছে, আপাতত তাই টেস্ট নিয়েই যত ভাবনা-চিন্তা টিম ম্যানেজমেন্টের। জানা গেছে, মিরপুরে হতে যাওয়া একমাত্র টেস্টে সেরা ক্রিকেটারদের নিয়েই দল সাজাবে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, সেরা ক্রিকেটারদের নিয়েই টেস্ট দল সাজাবে টাইগাররা। আজ বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বলেন, ‘চমক বলে তেমন কিছু নেই।

টেস্ট দলটা করব অবশ্যই যে দলটা জিততে পারে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়ে দলটা করবো। ’

আফগানদের বিপক্ষে ২০১৯ সালের একটি টেস্টে বাংলাদেশ দল বড় ব্যবধানে হেরেছিল। চট্টগ্রামের মাটিতে সেই টেস্টে সাকিব আল হাসানের দল খেলেছিল স্পিন উইকেট বানিয়ে। পরে নিজেদের সেই পরিকল্পনায় নিজেরাই ধরা খেয়ে বসেছিল টাইগাররা। এবারের টেস্টে উইকেট কেমন হবে জানতে চাইলে অবশ্য বাশার স্পষ্ট করলেন না নিজেদের পরিকল্পনা।

বাশার বলছিলেন, ‘আমাদের তো পরিকল্পনা আছেই। আমরা আমাদের প্ল্যান নিয়ে যথেষ্ট পরিষ্কার। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। কারণ, অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করবো না। মিরপুরের উইকেট কেমন হতে পারে না পারে সেটা সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে। ’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে ২০১৯ সালের সেই হারের স্মৃতি নিয়ে বাশার বলেন, ‘আমরা এখন অনেক আত্মবিশ্বাসী। আফগানিস্তান খুব ভালো দল। তাদের সাথে শেষ টেস্ট ম্যাচ আমরা ভালো খেলি নাই। আমরা হেরেছিলাম। বাট এবারের ম্যাচটাতে অবশ্যই ভালো খেলতে চাই। আমার মনে হয় এখন দলটা অনেক বেশি আত্মবিশ্বাসী। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত আমরা পরিস্কার। কাজেই যে সিদ্ধান্ত নেই, আমাদের অসুবিধা হবে না। ’

news24bd.tv/SHS