পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের গাড়িতে বাসের ধাক্কা

সংগৃহীত ছবি

পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের গাড়িতে বাসের ধাক্কা

অনলাইন ডেস্ক

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কমর আব্বাস খোখর ও তার পরিবারকে বহনকারী প্রাইভেটকারের সামনের অংশ বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে। তবে, গাড়িতে ধাক্কা সবাই অক্ষত রয়েছেন।

শুক্রবার (২৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে প্রাইভেটকারে থাকা ডেপুটি হাই কমিশনার, তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, মেয়ে হুদা আব্বাস খোখর, ছেলে মোহাম্মদ খোখর অক্ষত আছেন।

এ ঘটনায় বাসচালক মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর হাইওয়ে থানায় কিছু সময় অবস্থান করে কমর আব্বাস খোখর ও তার পরিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল চলে গেছেন।

তিনি আরও জানান, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার নিজে প্রাইভেটকার চালিয়ে পরিবার নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে যাচ্ছিলেন।

হবিগঞ্জ থেকে বিরতিহীন দুরন্ত পরিবহন বাসের সঙ্গে তাদের গাড়িটির ধাক্কা লাগে। এতে গাড়ির ক্ষতি হলেও ডেপুটি হাই কমিশনার এবং পরিবারের সদস্যদের কারও কোনো ক্ষতি হয়নি।

news24bd.tv/কেআই