সিলেট সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই পোস্টারিং

প্রতীকী ছবি

সিলেট সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই পোস্টারিং

অনলাইন ডেস্ক

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২১ জুন। আগামী ২ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর আগ পর্যন্ত প্রার্থীদের প্রচারণা আইনসিদ্ধ না। তবে সিলেট নগরীতে নৌকা প্রতীকের পোস্টারিং দেখা গেছে।

 

যুক্তরাজ্যস্থ এক আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে পোস্টারিং করেছেন। পোস্টারে আনোয়ারুজ্জামান চৌধুরী ও নৌকা প্রতীকের সাথে নিজের ছবিও যুক্ত করেছেন ওই প্রবাসী নেতা।  

সিলেট নগরীর শিবগঞ্জ ও টিলাগড়সহ বিভিন্ন এলাকার দেয়ালে সাদাকালো এই পোস্টার লাগানো হয়েছে। যুক্তরাজ্যের এসেক্স আওয়ামী লীগের সহসভাপতি মো. সাজ্জাদুর রহমান চৌধুরীর সৌজন্যে ওই পোস্টার লাগানো হয়েছে।

প্রতীক বরাদ্দের আগে পোস্টারিং ‘আচরণবিধির লঙ্ঘন’ হলেও নির্বাচন কমিশন এখনও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি।  

এ বিষয়ে বক্তব্য জানতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

পোস্টারিংয়ের বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘আমি কোথাও পোস্টারিং করিনি। আমাকে অবগত করে কেউ পোস্টারিংও করেনি। অতিউৎসাহী হয়ে কেউ পোস্টার লাগালে বিষয়টি আমার জানা নেই। ’

news24bd.tv/কেআই