ভারতে ট্রেন দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে যা বেরিয়ে এলো

সংগৃহীত ছবি

ভারতে ট্রেন দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে যা বেরিয়ে এলো

অনলাইন ডেস্ক

ভারতের ওড়িশায় তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে বেরিয়ে এলো সিগন্যালজনিত ত্রুটি। রেল বিভাগ জানিয়েছে, এটি প্রাথমিক তদন্ত। বিস্তারিত তদন্তের পরই স্পষ্ট হবে দুর্ঘটনার আসল কারণ।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ট্রেন দুর্ঘটনায় বালাসোরে খোলা হয়েছে অস্থায়ী মর্গ।

মরদেহ শনাক্তে সেখানে ভিড় করছে স্বজনরা। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আট শতাধিক মানুষ।

ভয়াবহ এ দুর্ঘটনায় সরকারিভাবে উদ্ধারকাজ শেষ বলে ঘোষণা করলেও এখনও ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ। বিচ্ছিন্নভাবে পড়ে রয়েছে লাইনচ্যুত ট্রেনগুলোর বিভিন্ন বগি।

সেগুলো সরিয়ে যাতায়াত স্বাভাবিক করতে চলছে কাজ।

শুক্রবার (২ জুন) সন্ধ্যায় তিনটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ঘটে। প্রায় দু’দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী হয় ওড়িশা। মৃত্যু হয় প্রায় তিনশ’ মানুষের।

দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে। গুরুতর আহতদের ২ লাখ ও সামান্য আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে। এ নিয়ে রাজ্যে ঘোষিত হয়েছে শোক।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক