দিনে ১ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমাবে সৌদি

সংগৃহীত ছবি

দিনে ১ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমাবে সৌদি

অনলাইন ডেস্ক

আগামী জুলাই মাস থেকে সৌদি আরব প্রতিদিন ১ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ওপেক ও এর সহযোগী দেশগুলোর বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানায় দেশটি।

সৌদির জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান জানিয়েছেন, এটা জুলাই মাসের জন্য হলেও আগামীতে তেল উৎপাদন আরও কমাতে হবে। বিশ্বব্যাপী তেলের দাম পড়তে থাকায় দাম স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত।

 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলারের কাছাকাছি চলে আসে। দরপতন ঠেকাতেই ওপেনভুক্ত দেশগুলো রাশিয়ার নেতৃত্বে বৈঠকের ডাক দেয়। সেখান থেকেই তেল উৎপাদন কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় সংস্থাটির সদস্য ও সহযোগী দেশগুলো।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক