সংবাদমাধ্যম সিএনএনকে পাকিস্তান সরকারের একজন জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে, ইসলামাবাদের মিত্রদের চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে ভারতের আক্রমণের জবাব দিতে চায় না পাকিস্তান। যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং অন্যান্যরা উত্তেজনা কমানোর জন্য উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছে। এদিকে সূত্রটি জানিয়েছে, পাকিস্তান কূটনীতির জন্য সুযোগ দিচ্ছে। তিনি ভারতে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলেছেন, পাকিস্তান এখনো ভারতের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি বা ড্রোন পাঠায়নি। এর আগে ভারতীয় কর্মকর্তারা বলেছিলেন, পাকিস্তান ভারত এবং ভারত-শাসিত কাশ্মীরে সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীও ভারত এবং ভারত-শাসিত কাশ্মীরের ১৫টি স্থানে পাকিস্তানের হামলার বিষয়ে একটি হাইপ তৈরি করার অভিযোগ করেছে। সামরিক মুখপাত্র...
ক্ষেপণাস্ত্র হামলাই করেনি পাকিস্তান: সিএনএন-কে ইসলামাবাদ
অনলাইন ডেস্ক

‘ভারতের বেপরোয়া আচরণ ২ পারমাণবিক দেশকে যুদ্ধে জড়াচ্ছে’
অনলাইন ডেস্ক

ভারতীয় নীতির কারণে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যুদ্ধের প্রান্তে চলে এসেছে। আজ শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন কথা বলা হয়েছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, ভারতের বেপরোয়া আচরণ দুটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে একটি বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, ভারতের উগ্র জাতীয়তাবাদ এবং সামরিক আগ্রাসন শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয় বরং গোটা বিশ্বের জন্যই গভীর উদ্বেগের বিষয় হওয়া উচিত। news24bd.tv/তৌহিদ
ভারতের একতরফা সিদ্ধান্তে কিছুই করার নেই বিশ্বব্যাংকের
অনলাইন ডেস্ক

কাশ্মিরের পহেলগাম কাণ্ডের পর ভারত-পাকিস্তান সম্পর্ক যখন তলানিতে, সেই সময় বড় পদক্ষেপ নিল ভারত। ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করল ভারত। ওদিকে পাকিস্তান এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। তারা দাবি জানিয়েছে, এই চুক্তি আন্তর্জাতিক স্তরে স্বাক্ষরিত হওয়ায় ভারত একতরফা সিদ্ধান্ত নিতে পারে না। এমনকি পাকিস্তানের একাধিক মহল থেকে বিশ্ব ব্যাংকের হস্তক্ষেপের দাবিও উঠেছে। তবে শুক্রবার সেই দাবি কার্যত খারিজ করে দিলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। তিনি স্পষ্ট জানান, সিন্ধু পানিবণ্টন চুক্তি বিষয়ে বিশ্ব ব্যাংকের কোনও সক্রিয় ভূমিকা নেই। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখানে তারা (বিশ্ব ব্যাঙ্ক) সাহায্যকারী। এ ছাড়া আর কোনও ভূমিকা নেই। পাশাপাশি চুক্তি নিয়ে বিশ্ব ব্যাংকের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে চলা...
২০৪৫ সালের মধ্যে সম্পদের ৯৯% দান করবেন বিল গেটস
অনলাইন ডেস্ক

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এক ব্লগ পোস্টে জানিয়েছেন, তিনি তাঁর সম্পদের ৯৯ শতাংশ আগামী ২০ বছরের মধ্যে দান করে দেবেন। তিনি বলেন, আমি মারা গেলে কেউ যেন বলতে না পারেতিনি ধনী অবস্থায় মারা গেছেন। বিল গেটসের বয়স এখন ৬৯ বছর। তিনি জানান, তাঁর নামে থাকা গেটস ফাউন্ডেশন এখন পর্যন্ত স্বাস্থ্য ও উন্নয়ন খাতে ১০ হাজার কোটি ডলার ব্যয় করেছে। আগামী দুই দশকে আরও ২০ হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে, যা বাজার পরিস্থিতি ও মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করবে। তিনি তাঁর ব্লগে শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগির দ্য গসপেল অব ওয়েলথ প্রবন্ধের উদ্ধৃতি তুলে ধরে বলেন, ধনী অবস্থায় মারা যাওয়া গ্লানিকর। তাঁর এই প্রতিশ্রুতি অনুযায়ী, ২০৪৫ সালের মধ্যে ফাউন্ডেশন বন্ধ হয়ে যাবে। গেটস আরও বলেন, আমরা যদি ফাউন্ডেশন স্থায়ী করার চিন্তা না করি, তাহলে এখনই অনেক বেশি খরচ করতে পারব। তাঁর এই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত