১ দিনের মধ্যেই উদ্ধার চুরি হওয়া শিশু, আটক ২

সংগৃহীত ছবি

১ দিনের মধ্যেই উদ্ধার চুরি হওয়া শিশু, আটক ২

অনলাইন ডেস্ক

নাটোরে চুরি হওয়া শিশুকে ১ দিনের মধ্যেই উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার কুষ্টিয়ার পোড়াদহ এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে ২ নারীকে আটক করা হয়েছে।

আজ শনিবার নাটোর সদর থানার উপপরিদর্শক জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, 'ভোর ৫টায় কুষ্টিয়ার পোড়াদহ থেকে চুরি যাওয়ার শিশুটিকে উদ্ধার করা হয়।

২ নারীকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। '

চুরি যাওয়া শিশুর চাচা লিটন হোসেন বলেন, 'আমাদের শিশুটিকে পেয়েছি। সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ।

' তবে তিনি সিভিল সার্জনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে তার বিচার চান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শুক্রবার নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে একদিনের কন্যা শিশু চুরি হয়। গত বৃহস্পতিবার সকাল ১১টায় শিশুটি নাটোর আধুনিক সদর হাসপাতালে জন্ম নেয়। শুক্রবার সকাল ১১টার দিকে শিশুটিকে তার দাদি কোলে নিয়ে ছিলেন। সেসময় নার্সের পোশাক পরা এক নারী এসে ডাক্তার দেখানোর কথা বলে শিশুটিকে নিয়ে যান।

পরে ওই 'নার্স' ফিরে না আসায় তারা খোঁজ শুরু করেন। চুরি হওয়া শিশুর উদ্ধার অভিযান নিয়ে জেলা পুলিশ আজ দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে।

news24bd/ARH

এই রকম আরও টপিক